ফেন্সিডিলসহ আটক কনস্টেবলকে জেল হাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার কনস্টেবল নাইম হোসেনকে ফেন্সিডিলসহ আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে। শনিবার সকালে ঈশ^রদী রেলওয়ে জিআরপি থানার দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানাগেছে।

সূত্রমতে, ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় কর্মরত কনস্টেবল নাইম হোসেনের ব্যবহৃত স্টিলের বাক্সতে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল রাখার খবর প্রথমে সহকর্মীদের মধ্যে জানাজানি হয়। বিষয়টি ওসি গোপাল কর্মকার জানতে পেরে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করার পর নাইমকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে পাবনা জেল হাজতে প্রেরণ করেন। একই সাথে ওসি ঈশ^রদী রেলওয়ে জিআরপি থানায় কর্মরত সকল স্টাফদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেন।#


No comments

Powered by Blogger.