ঈশ্বরদী-কক্সবাজার সুপার সনির উদ্বোধন

 


স্টাফ রিপোর্টার ।। উন্নয়ন মুখী ঈশ্বরদী আরও বড় হবে এবং সুপার সনি পরিবহণ হবে সকল ঈশ্বরদীবাসীর বলে মন্তব্য করেছেন,ঈশ্বরদী পৌর মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু। আজ বিকেলে ঈশ্বরদী কেন্দ্রিয় বাস টার্মিনালে আয়োজিত পাবনা জেলার ঐতিহ্যবাহী পরিবহণ সার্ভিস সনি পরিবহণের‘‘ সুপার সনির ঈশ্বরদী কক্সবাজার রুটে যাত্রী পরিবহণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ক্যাপশন : অতিথিরা মোনাজাত করে সুপার সনির শুভ উদ্বোধন করেন।

মল্লিক গ্রুপের এমডি ও সনি পরিবহণের স্বত্ত্বাধিকারী আলহাজ¦ আসলাম উদ্দীন মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,ওসি সেখ নাসীর উদ্দীন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু,
ক্যাপশন : অতিথিরা ফিটা কেটে সুপার সনির শুভ উদ্বোধন করেন।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী,ঈশ্বরদীর সাবেক সভাপতি লিয়াকত আলী কনক,যুবলীগ নেতা দোলন বিশ^াস,পাবনা জেলা সাবরেজিষ্টার ইব্রাহিম হোসেন,জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস,ইউপি চেয়ারম্যান বকুল সরদার,ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা মানিক,বাস শ্রমিক ইউনিয়ন নেতা বুলবুল আহমেদ ও আলতাব হোসেন।#





ঈশ্বরদী-কক্সবাজার সুপার সনির উদ্বোধন অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না- বিশেষ অতিথির বক্তব্য দেন-------10.11.2020

Image may contain: 1 person, text that says 'per S শুভ'

ঈশ্বরদী-কক্সবাজার সুপার সনির উদ্বোধন অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না- বিশেষ অতিথির বক্তব্য দেন-------10.11.2020



You, Tauhid Panna and এসএম শিশির মাহমুদ
 ঈশ্বরদী-কক্সবাজার সুপার সনির উদ্বোধন অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না- বিশেষ অতিথির বক্তব্য দেন-------10.11.2020

No comments

Powered by Blogger.