ঈশ^রদীর ইস্তায় মাস ব্যাপি মরহুম তুহিন হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

 


স্টাফ রিপোর্টার ॥ ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ঈশ^রদীর ইস্তায় মাস ব্যাপি মরহুম তুহিন হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তুহিন হোসেন স্মৃতি সংঘ ইস্তা গ্রামের ব্যাডমিন্টন মাঠে উদ্বোধনী খেলার আয়োজন করে। 



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সদস্য সচিব এড.হেদায়েত-উল হক,পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান,বিশিষ্ট সমাজ সেবক মোমিন হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ডিলার হোসেন,জাহাঙ্গীর হোসেন,আব্দুস সালাম ও আফসার আলী। উদ্বোধনী খেলায় মায়া এন্টার প্রাইজ ঈশ^রদী ২ -০ পয়েন্টে মিতালী সংঘ পাকশীকে পরাজিত করে। পরে খেলায় ম্যান অব দি ম্যাচ নয়নকে ক্রেষ্ট প্রদান করা হয়। কামাল হোসেনের সার্বিক পরিচালনায় ও আফসার আলী ও শাহিনের পরিচালনায় মোবারক হোসেন মাইনুদ্দিন নাজিম মন্ডল, মহসীন আলী ফকির ও জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন ।

No comments

Powered by Blogger.