ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মশত বার্ষিকী পালিত

 


ঈশ্বরদী প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা রোডস্থ ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ে আলোচনাসভা,কেক কাটা ও শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসব অনুষ্ঠানে সমিতির সভাপতি জমসেদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস কেক কাটেন ও র‌্যালির উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ^াস, নবনির্বাচিত পৌর মেয়র ইসাহক আলী মালিথা,উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস,পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু,শিক্ষক সমিতির নেতা রবিউল ইসলাম,ইমদাদুল হক,একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।#



ক্যাপশন ॥ প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস কেক কাটেন ও র‌্যালির উদ্বোধন করেন।








 








 







 













 








 














 



No comments

Powered by Blogger.