ঈশ্বরদী ইপিজেডের কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত

 

স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ॥ ঈশ্বরদীর পাকশীতে ঈশ্বরদী ইপিজেডের এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার ভোর ছয়টায় ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল পশ্চিমপাড়া (ঠাকুরপাড়া) মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন (৩৫) ঈশ্বরদী ইপিজেডের এবা কোম্পানির কর্মকর্তা ছিলেন। এলাকাবাসী সূত্র জানা যায়, নিহত সুমন প্রতিদিনের ন্যায় রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে হেঁটে ওই মসজিদে যাচ্ছিলেন। ভোরে কুয়াশার মধ্যে ঘাতক একটি ড্রাম ট্রাক সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সুমনের শরীরের নিম্ন অংশ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সুমনের পৈতৃক বাড়ি নাটোরের লালপুরে। তার বড় ভাই সাইফুলের বিবাহের সূত্র ধরে তারা এখন বাঘইল পশ্চিমপাড়ায় বসবাস করতেন বলে জানা যায়, ।#




 








 

No comments

Powered by Blogger.