গরীবে নেওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি (রাঃ) আলাইহের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার ॥ গরীবে নেওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি (রাঃ) আলাইহের জীবনী নিয়ে ঈশ^রদীর উমিরপুর মাঠে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উমিরপুর ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা । 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না ও আনিসুল হক মোল্লা। অন্যদের মধ্যে ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মহির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ওসমান গনি ও ওরশ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এম.এ.মান্নান বক্তব্য দেন।



 পরে বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা সামা কাওয়ালী পরিবেশন করেন।#



No comments

Powered by Blogger.