রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ৬০ কেজি রেলপাত দিয়ে তৈরী ২৬ কিঃমিটার রেল লাইনে সফলভাবে প্রথম ট্রায়াল রান সম্পন্ন
ক্যাপশন ॥ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথম ঈশ্বরদী হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ৬০ কেজি রেলপাত দিয়ে তৈরী ২৬ কিঃমিটার রেল লাইনে প্রথম ও সফল ট্রায়াল রান অনুষ্ঠিত হওয়ার খন্ডচিত্র।
স্টাফ রিপোর্টার, ॥ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ৬০ কেজি রেলপাত দিয়ে তৈরী ২৬ কিঃমিটার রেল লাইনে সফলভাবে প্রথম ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। প্রকল্প পরিচালক ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মোঃ আসাদুল হকের নেতৃত্বে ও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও পাকশীর ডিইএন/২ আব্দুর রহিমের ব্যবস্থাপনায় ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। ট্রায়াল রানে অন্যান্যের মধ্যে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন, পাকশী বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মোমতাজুল ইসলাম,বিভাগীয় প্রকৌশলী ক্যারেজ আশিষ কুমার লোহ,বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল ও সিআরএনবি পাকশী মোরশেদ আলমসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের দায়িত্বশীল সূত্রে জানাগেছে, গত ২০২০ সালে জানুয়ারি মাসে মাসে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ হয়েছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ভারী ও উন্নত মানের মালামাল পরিবহণের স্বার্থে বিশে^র সাথে তাল মিলিয়ে ২৬ কিঃমিটার রেললাইনে ৬০ কেজির রেলপাত,উন্নত মানের ফিটিংস,শ্লিপার ব্যবহার করা হয়েছে । একই সাথে পাকশীতে একটি আধুনিক মানের স্টেশন করা হয়েছে। যেখানে ট্রেনযোগে রাশিয়ান প্রেসিডেন্টসহ বিশ্বের অন্যদেশের রাষ্ট্রপ্রধানসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমনের সম্ভাবনা রয়েছে।#
No comments