দৈনিক জনকন্ঠ’র সম্পাদকের আত্নার শান্তি কামনায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে শোক সভা

ক্যাপশন: শোক সভায় প্রধান অতিথিসহ অন্যরা বক্তব্য দেন।  

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকন্ঠের সম্পাদক,প্রকাশক,গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের আত্নার শান্তি কামনায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে উপজেলা রোডস্থ প্রেসক্লাবের অফিস কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বিশ্ববাংলা সাহিত্য পরিষদের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার ওহিদুর রহমান ঝন্টু। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা কৃষকলীগ নেতা আসাদুর রহমান বীরু,সতীর্থ থিয়েটারের সভাপতি আতাউর রহমান বাবলু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বিপুল জোয়ারদার,আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সকলের সর্ব সম্মতিক্রমে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে আতিক উল্লাহ খান মাসুদ চত্বর ও ছবি গ্যালারী নির্মাণ এবং আতিক উল্লাহ খান মাসুদের জীবনী নিয়ে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা ও তাঁর নামে রাষ্ট্রীয়ভাবে বৃতিপ্রদানের জন্য মানবতার মাতা প্রধান মন্ত্রীর নিকট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।#


No comments

Powered by Blogger.