বাস শ্রমিকদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যারিস্টার জিরুর প্রশংসিত
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ মঙ্গলবার রাতে ঈশ্বরদীবাস টার্মিনালে আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরুর পক্ষ থেকে পাবনা জেলা মোটর শ্রমিকদের মধ্যে করোনা মহামারীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । খাদ্য সামগ্রী বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবীর আলী হিরু, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা খেলাঘরের সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুফান, প্রকৌশলী ইফতেখারুল ইমন, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও লাইন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার প্রমুখ। বাস শ্রমিকদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যারিস্টার জিরুর প্রশংসিত হয়েয়েছন বিভিন্ন মহলে।
No comments