দাশুড়িয়ায় বঙ্গবন্ধু সৈনিক ক্লাবের ইসরাইল বিরোধী মানব বন্ধন-সমাবেশ
ক্যাপশন ॥ বঙ্গবন্ধু সৈনিক ক্লাব দাশুড়িয়া শাখার পক্ষ থেকে দাশুড়িয়াতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন-সমাবেশের আয়োজন।
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু সৈনিক ক্লাব দাশুড়িয়া শাখার পক্ষ থেকে দাশুড়িয়াতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলে হামলার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য পরিহারের দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মানব বন্ধন-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বকুল সরদার। বঙ্গবন্ধু সৈনিক ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ক্লাবের সহসভাপতি রঞ্জু ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করীম ও আলহাজ¦ রবিউল ইসলাম বক্তব্য দেন। বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান এবং বাংলাদেশে ইসরাইলী পণ্য পরিহারের আহবান জানান। এর আগে তারা দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শান্তি পূর্ণ মিছিল বের করে ট্রাফিক মোড়ে মানব বন্ধন-সমাবেশে মিলিত হয়।##
ক্যাপশন ॥ বঙ্গবন্ধু সৈনিক ক্লাব দাশুড়িয়া শাখার পক্ষ থেকে দাশুড়িয়াতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন-সমাবেশের আয়োজন।
No comments