প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ঈশ্বরদী প্রাণি সমম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক প্রাণী সম্পদ প্রদর্শণী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন





ঈশ্বরদী  প্রতিনিধি॥ শনিবার সকালে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ঈশ্বরদী প্রাণি সমম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক ঈশ্বরদীর আলহাজ¦ টেক্সটাইল মিলস্ স্কুল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শণী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে ঈশ্বরদী প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী,তন্ময় ডেইরী ফার্মের স্বত্বাধিকারী বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষক আমিরুল ইসলাম, জাতীয় পদক প্রাপ্ত কৃষক রনি ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রাণী সম্পদ প্রদর্শণীতে অংশ গ্রহনকারী পঁচিশটি স্টলের মধ্যে ক্যাটাগরি ভিত্তিতে তিনজনকে প্রথম পুরস্কার ও তেইশজনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এর আগে অতিথিরা ফিতা কেটে প্রাণী সম্পদ প্রদর্শণীর উদ্বোধন ও সকল স্টল পরিদর্শনকালে দুম্বা স্টলের ভূঁয়সী প্রশংসা করেন।#



ক্যাপশন ॥ ঈশ্বরদীর আলহাজ¦ টেক্সটাইল মিলস্ স্কুল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শণী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের ফিতা কাটেন অতিথিরা।

No comments

Powered by Blogger.