পুলিশী বাধা উপেক্ষা করে ঈশ্বরদীর পাড়া মহল্লায় বের করা হয় আর্জেন্টিনার বিজয় মিছিল

  


ঈশ্বরদী   প্রতিনিধি ॥ কোপা আমেরিকা ফুটবল জ¦রে ভুগছিল ঈশ্বরদী অঞ্চলের ফুটবল প্রেমীরা। এমন অবস্থায় ব্রাজিলের ঐতিহ্যবাহী এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে ১০৭ তম ম্যাচের মুখোমুখি হওয়া দুই শক্তিশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালে অংশ নেওয়ার খবরে ফুটবল প্রেমীদের সেই জ¦র একশ ডিগ্রী অতিক্রম করে। এ কারণে পৌর এলাকাসহ ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দ,উল্লাস,উৎকন্ঠা । কোন কোন স্থানে ভূঁড়িভোজেরও প্রস্তুতি শুরু হয় ফাইনাল খেলার ঠিক আগের দিন শনিবার রাতে। চলমান করোনা মহামারীতে অতিষ্ঠ ঈশ্বরদীর বেরসিক পুলিশ সতর্কাবস্থা জারি করে টহল শুরু করে আইন শৃংখলা রক্ষার স্বার্থে। অনেকটা নির্ঘুম রাত কাটে পুলিশ ও দুই দলের সমর্থকদের । রবিবার সকালে খেলা শুরু থেকেই বাড়িতে বাড়িতে টেলিভিশনের সামনে উচ্চস্বরে চিৎকারে দু’দলের সমর্থকদের মধ্যে আনন্দ,উল্লাস ও উৎকন্ঠায় কোথাও কোথাও মনে হচ্ছিল এই বুঝি ভয়ানক সংঘর্ষ বেধে গেল। অভিভাবকরাও বিব্রতকর অবস্থায় পড়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে আর্জেন্টিনার বিজয়ের পর সমর্থকদের উল্লাসের ¯্রােতে মনের কষ্টে ঘরে ঢুকে পড়ে ব্রাজিল সমর্থকরা । শেষ পর্যন্ত পুলিশও ঠেকাতে পারেনি আর্জেন্টিনা দলের সমর্থকদের বিজয়ের উল্লাসের স্রোত। কলেজ রোড ও উপজেলা রোডসহ পাড়ায়-মহল্লায় শুরু হয় বিজয় মিছিল। একটি মিছিল উপজেলা পরিষদের সামনে গিয়ে পুলিশের বাধার সন্মুখিন হলে মিছিলকারীরা পাড়া মহল্লায় ঢুকে পড়ে। শেষ পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই ঈশ্বরদী অঞ্চলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা শান্ত হয়ে যায়।#



ক্যাপশন ॥ ঈশ্বরদী কলেজ রোড ও উপজেলা রোডসহ পাড়ায়-মহল্লায় বের করা হয় আর্জেন্টিনার বিজয় মিছিল।


No comments

Powered by Blogger.