ঈশ্বরদীতে অন্তত: ১৫’শ মানুষ করোনায় আক্রান্ত ॥ ২৩ থেকে ২৬ জনের মৃত্যু,,১২ হাসপাতাল স্টাফও আক্রান্ত

 


ক্যাপশন (১)॥ এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এএ আজাদ হান্নান ॥ ঈশ্বরদীতে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগির সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলেছে। বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালের মেডিক্যাল এসিষ্টেন্ট,নার্স,টেকনিশিয়ান মিলে ১২ জন স্টাফ আক্রান্ত হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ১০৮ জনের করোনা পরীক্ষা করে ৩৫ জন পজিটিভি হয়েছে। গত এক সপ্তাহে ঈশ্বরদীতে রুপপুর পরমাণু প্রকল্পের কর্মী ও স্থানীয় মিলে অন্তত: ১৫’শ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত: ২৩ থেকে ২৬ জন। লকডাউন ও স্বাস্থ্য বিধি মানাতে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঈশ্বরদী-লালপুর রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস,এসিল্যান্ড মমতাজ মহল আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রতিদিনের ন্যায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। তারাও মাসক ব্যবহারসহ সরকারী নির্দেশনা মানাতে অভিয়ান অব্যাহত রাখেন। ঈশ্বরদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে বিভন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন অমান্য ও মাস্ক ব্যবহার না করাসহ নানা কারণে জরিমানা করা অব্যাহত রেখেছেন। একই সাথে তারা অসহায় মানুষের মধ্যে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রেখেছেন।ঈশ্বরদী হাসপাতাল কর্তৃপক্ষের অব্যাহত চেষ্টা এবং জনপ্রতিনিধিদের সাধ্যমত জনসচেতনতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করা অব্যাহত রেখেছেন। এর পরও সকল প্রকার প্রশাসনের কঠোর নজরদারি উপেক্ষা করে কিছু মানুষের স্বাস্থ্যবিধি না মেনে খামখেয়ালিপনা কাজ করা বন্ধ হচ্ছেনা। করোনাকে অবহেলা করে প্রকাশ্যে মাস্ক বিহিন ঘুরে বেড়ানো এবং অনেক পজিটিভ রোগিদের বিভিন্ন দোকান পাট ও তথ্য গোপন করে মানুষের সাথে খোলামেলা চলাচল ও মেলামেশা বৃদ্ধি পাচ্ছে। এসব কারণেই ঈশ্বরদীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ঈশ্বরদী হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্রসহ ঈশ্বরদীর বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের দেওয়া তথ্যে এসব জানাগেছে।#



ক্যাপশন (২)॥ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস মানবিক সাহায্য প্রদান করছেন।



No comments

Powered by Blogger.