ঈশ্বরদীতে বাংলাদেশ গণতান্ত্রিক জনসমাজ(বিডিসি) নামক একটি রাজনৈতিক দলের আত্ব প্রকাশ ।। অক্সিজেন সেবার ঘোষণা
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ সঠিক কাঠামো সঠিক পথ তোমার আমার ভবিষ্যত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বিকেলে ঈশ^রদীর জয়নগর কারিগড় পাড়ায় বাংলাদেশ গণতান্ত্রিক জনসমাজ(বিডিসি) নামক একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়েছে। এলাকার গরীব অসহায় করোনা রোগীদের অক্সিজেন সেবা প্রধান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই রাজনৈতিক দলের ঘোষানা দেওয়া হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিডিসির ঈশ্বরদী অঞ্চলের আহবায়ক শামসুল আলম শান্টু। বিডিসির নেতা সাখাওয়াত হোসেন ্এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ,ফরিদ উদ্দীন ও একরামুল হক ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুল আলম শান্টু জানান,ক্যালোফোরনিয়া বাসী ড. রকিবুল ইসলাম রকি বিডিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রবাস থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন। অনুষ্ঠানে করোনা রোগীদের জন্য পাঁচটি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখার ঘোষনা দেওয়া হয়।
ক্যাপশন ॥ প্রধান অতিথির বক্তব্য দেন, বিডিসির ঈশ্বরদী অঞ্চলের আহবায়ক শামসুল আলম শান্টু। ।
No comments