পাকশী লালন শাহ সেতুর গোল চত্বর এলাকায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী মোছাঃ রিয়া খাতুন(১৯) ঘটনাস্থলেই নিহত ও হোন্ডা চালক স্বামী মৃদুল আলী আহত
স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ॥ সোমবার সকালে ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর গোল চত্বর এলাকায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী মোছাঃ রিয়া খাতুন(১৯) ঘটনাস্থলেই নিহত ও হোন্ডা চালক স্বামী মৃদুল আলী আহত হয়েছেন। মৃদুল কুষ্টিয়া জেলার তালবাড়িয়া গ্রামের আজীম উদ্দিন সরদারের ছেলে। ঘটনার পর গুরুতর আহত মৃদুল আলীকে প্রথমে ঈশ^রদী হাসপাতালে এবং পরে রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়,হোন্ডা চালক মৃদুল আলী স্ত্রীকে নিয়ে হোন্ডাযোগে কুষ্টিয়া থেকে ঈশ^রদী অভিমুখে যাওয়ার পথে পাকশী লালনশাহ টোল প্লাজা এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে।#
No comments