নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের সাবেক চীফ কেমিস্ট এর করোনায় মৃত্যু

 


স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী॥ তেরদিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার সাথে যুদ্ধের পর রবিবার রাতে চিরবিদায় নিয়েছেন ঈশ্বরদী শহরের পূর্বটেংরী কদমতলা এলাকার আবু তাহের আফিন্দি (৯৫)। ( ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের সাবেক চীফ কেমিস্ট হিসেবে চাকরি করতেন। সোমবার বাদ যোহর ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থান মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রিয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুতে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্য কর্মকর্তারা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।#


 


No comments

Powered by Blogger.