দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রবিবার বিকেল চারটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার সকল প্রতিনিধিদের নিয়ে পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে ঈশ্বরদীতে পাবনা জেলা শাখার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আজিম হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। মত বিনিময় সভায় বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ,উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেঃ তুহিন হোসেন , ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিম হায়দার, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক মাই টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সবুজ মোল্লাহ, জী-২৪ এর বিশেষ প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন,

 সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ কুমার দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমার পত্রিকায় বাংলাদেশে ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি কাজ করেন।আমি সর্বক্ষণ তাদের খোঁজ রাখি। আমি জানি সংবাদ সংগ্রহকালে প্রতিনিধিরা বিভিন্ন সময় হুমকি এবং মিথ্যা মামলার শিকার হন। আমি সব সময়েই তাদের পাশে ছিলাম এবং থাকবো। তবে যারা এই মহান পেশায় থেকে অন্যায় করবেন আমি তাদের পাশে থাকবোনা। এসময়ে তিনি সাংবাদিকতার উপর প্রতিনিধিদের উদ্যেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন পরামর্শ দেন।#






















No comments

Powered by Blogger.