মাঝগ্রাম রেল স্টেশনে ১০ হাজার তালের বৃক্ষ রোপনের উদ্বোধন
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ মানুষের নিরাপত্তা বৃদ্ধি কল্পে বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে মাঝগ্রাম রেল স্টেশনে তালের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে এই কর্ম সুচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মোঃ শাহীদুল ইসলাম। রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন, রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এসময় রেলওয়ে পাকশী বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ে মোস্সতাফিজুর রহমান লিটনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাঝগ্রাম স্টেশন থেকে ঢালার চর পর্যন্ত ৭১ কিলো মিটারের মধ্যে ১০ হাজার তাল গাছের চারা পর্যায়ক্রমে রোপন হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানান।#
ক্যাপশন ॥ মাঝগ্রাম রেল স্টেশনে ১০ হাজার তালের বৃক্ষ রোপনের উদ্বোধন।
No comments