ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বপ্নের নীড় ৬৩ টি বাড়ির দলিল পত্র হস্তান্তর

  

ক্যাপশন ॥  ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বপ্নের নীড় ৬৩ টি বাড়ির দলিল পত্র হস্তান্তর করছেন অতিথিরা।

এসআই টিটুল, ঈশ্বরদী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে  ঈশ্বরদীর নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে ৬৩ টি বাড়ির দলিল পত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে  ঈশ্বরদী উপজেলা পরিষদে বাড়ির দলিল পত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস  বক্তব্য প্রদান ও নির্দিষ্ট পরিবারের মধ্যে দলিলপত্র হস্তান্তর করেন। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল,অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আক্তার, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার পিএম,ইমরুল কায়েসের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী এনামুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রায় ৩৩ হাজার ভ’মিহীন পরিবারের মধ্যে ঈদউপহার স্বপ্নের নীড় প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।#


No comments

Powered by Blogger.