ঈশ্বরদী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ প্রশংসিত ॥ ঈদ বাজারে স্বস্তি, বেরসিক পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশ বাস্তবায়ন


স্টাফরিপোর্টার ॥ পবিত্র ঈদউল ফিতর সমাগত। ঈদকে সামনে রেখে ঈদ আনন্দ উপভোগ করতে সকল শ্রেণী পেশার মানুষ তাদের প্রাগ প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত। একই সাথে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িতরাও চেষ্টা করছে তাদের নিজস্ব কায়দায় অবৈধ পন্থায় প্রয়োজনীয় টাকা আয়ের জন্য। 




কিন্ত বেরসিক পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম। ঈদের মার্কেটগুলিতে যখন ক্রেতাদের ভির। ক্রেতারা চাহিদামতে পণ্য কিনতে যখন ব্যস্ত ঠিক সে সময় তিনি (পুলিশ সুপার) পাবনা জেলা গোয়েন্দা শাখার সদস্যদের নির্দেশ দেন,ঈদ বাজারে ঈশ্বরদীতে কোনভাবেই যেন আইন শৃংখলার অবনতি না হয় এবং ঈশ্বরদীবাসী যাতে পুলিশের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় সে জন্য পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে চলমান ঈদের ডিউটিসহ অন্যান্য ডিউটির পাশাপাশি ঈশ্বরদীতে পাবনা জেলা গোয়েন্দা শাখার সদস্যদের দিয়ে বিশেষ আইন শৃংখলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করানো হয়। আজ বুধবার সন্ধ্যার পর থেকে ঈশ^রদী বাজার রোডের আরজু মার্কেট এলাকা এবং ঈশ্বরদী বাজারের এক নং গেট এলাকায় এই ডিউটি করানো হয়। এতে ঈশ্বরদীবাসী বিশেষ করে ঈশ্বরদীর বিভিন্ন এলাকা থেকে শহরের বিভিন্ন মার্কেট ও শপিং মল গুলিতে পণ্য কিনতে আসা ঈদ মৌসুমী ক্রেতাদের মধ্যে স্বস্তি বৃদ্ধি পেয়েছে। পরমাণু প্রকল্প,ইপিজেড,রেল বিভাগসহ নানা গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে ঈশ্বরদীতে। এছাড়াও এখানে প্রায় চার হাজার বিদেশীদের নিরাপত্তা প্রদানসহ নানাভাবে আইন শৃংখলা রক্ষায় রাতদিন অনেকটা নির্ঘুমভাবেই দায়িত্ব পালন করে ঈশ্বরদীবাসীর প্রশংসা অর্জনকারী ওসি আসাদুজ্জামান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে পুলিশ বিভাগের সম্মান বৃদ্ধি করেছেন। নানা কারনেই পুলিশ বিভাগ প্রশংসিত হচ্ছে। সবমিলিয়ে ঈশ্বরদী শহরের সচেতন মহলের মধ্যেও পুলিশের এই বিশেষ ডিউটিকে ঘিরে প্রশংসার মৃদু বায়ু চারিদিকে ছড়াতে শুরু করেছে।কয়েকজন ঈদের মার্কেটে পণ্য কিনতে আসা ক্রেতারাও এ প্রতিনিধিকে জানান,পুলিশের তৎপরতায় আমরা খুশি।

এই তৎপরতা অব্যাহত থাকলে গভীর রাত ভরে মহিলারাও কেনাকাটা করতে স্বস্তি পাবেন।#


No comments

Powered by Blogger.