কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিত করার প্রতিবাদে রেলওয়ে পাকশী বিভাগে কর্মবিরতি শুরু ॥ পাকশীসহ বিভিন্নস্থানে মানববন্ধন,বিক্ষোভ-সমাবেশ ও ট্রেনঅবরোধ


স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে পাকশী বিভাগের ৭’শ৯৭ জন কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি করে মানববন্ধন,সমাবেশ,ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। সরকারী নির্মাণ কাজে বাধা,সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ^াস এবং ট্রলিম্যান লিখনকে লাঞ্চিত করার প্রতিবাদে ও সুষ্ঠ বিচার দাবিতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে এক ও কাউসারকে দুই নং আসামী করে ১০/১২ জনের বিরুদ্ধে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী (এইএন-রাজবাড়ী) গৌতম বিশ^াস সোমবার রাজবাড়ী থানায় মামলা নং ১, তাং-১২.০৯.২০২২ ইং করেছেন। 

রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী/১ নাজিব কায়সার ও থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাযায়, বিভাগীয় প্রকৌশলী/১ নাজিব কায়সার এর অধিনে মুজিব শতবর্ষ উপলক্ষে সম্প্রতি প্রধান মন্ত্রী অর্থ বরাদ্ধ দেন। সেই অর্থে পাকশী বিভাগের রাজবাড়ীস্থ সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ^াসের তদারকিতে রাজবাড়ী স্টেশনের এক্সেস ফেন্সিংকাজ চলমান থাকে। এরই মধ্যে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী উক্ত চলমান ফেন্সিং কাজ পরিদর্শনের ইচ্ছা পোষন করেন। এমতাবস্থায় গত ১২ সেপ্টেম্বর/২২ সকালে সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ^াস রেলওয়ে কর্মচারীদের নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখে ব্রীজ নং ৮৩ আর এ ৪ নং লুপ লাইনে ফেন্সিং এর ফ্লাগিং কাজ করার জন্য রেল রাইন থেকে দূরত্ব পরিমাপ করতে থাকেন । এমন সময় রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশের নেতৃত্বে কাউসারসহ ১০/১২জন এসে গৌতম বিশ^াস ও ট্রলিম্যান লিখনকে লাঞ্চিত করে। এবিষয়টি তাৎক্ষনিকভাবে পাকশী বিভাগের সকল পর্যায়ে জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সোমবার রাতেই পাকশী বিভাগের সকল পর্যায়ে আন্দোলনের ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী/১ নাজিব কায়সার এর অধিনের ৭’শ৯৭ কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক নেতারা দিনব্যাপি কর্মবিরতি করে পাকশী বিভাগীয় অফিস চত্বর,রাজবাড়ী স্টেশন চত্বর ও মোরাকগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্দন,প্রতিবাদ সমাবেশ, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করে অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এসব কর্মসূচিতে বক্তব্য দেন,পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম,ঈশ^রদীর আই ডাব্লিউ আবু তৌহিদ সুমন,শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউসার জামান, মামুন, আবুল বাশার,ফরিদুজ্জামানসহ অন্যরা। বক্তারা ঘোষনা দেন, সরকারী কাজে বাধা প্রদান এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিত করার সুষ্ঠ বিচার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। #

ক্যাপশন ॥ (৩) পাকশী বিভাগীয় অফিস চত্বরে আযোজিত মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

ক্যাপশন ॥ (১+২) রাজবাড়ী স্টেশন চত্বরে ট্রেন অবরোধ করে সমাবেশ করে শ্রমিক-কর্মচারিরা।


No comments

Powered by Blogger.