ঈশ্বরদীতে কৃষিবিদ হাসান জাফির তুহিনের গণ সংবর্ধনা অনুষ্ঠিত
এসআইটিটুল,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ভাড়ইমারী রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদলের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থনে ও পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যান্যের মধ্রে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির নেতা এড,মাসুদুর রহমান, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,শফিকুর রহমান শফি,মাহমুদুন্নবী স্বপন,ঈশ্বরদীর বিএনপি নেতা শহিদ সরদার,সুলভ মালিথারফিকুল ইসলাম নয়ন, রিপন আলী ও আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিরি বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন,আওয়ামীলীগ সরকারের অধিনে বিএনপিসহ অন্যান্য কোন দলই নির্বাচনে অংশ নিবেনা। কাজেই ইভিএম পদ্ধতি বা যে কোন প্রকার নির্বাচনে অংশ নেবার প্রশ্নই আসেনা। তিনি বলেন, বর্তমান হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।#
ক্যাপশন ॥ প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
No comments