ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

 

ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

এএ আজাদ হান্নান ॥ শনিবার সকালে সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে বীর মুকিÍযোদ্ধা খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি,এম ইমরুল কায়েস, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি সাংবাদিক সবুজ হোসেন,খন্দকার মাহবুবুল হকু,সংগঠনের সভাপতি নাদিরা শেখ হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কনসহ অন্যরা বক্তব্য দেন।

পাবনা-৪ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন।  র‌্যালিটি

এসময় উপস্থিত ছিলেন,মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, নারী ও শিশু বিষক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুনু, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মিশন,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সুমন, শ্যামল, টেনি, জুয়েল বিশ্বাস, মোছাঃ নিলুফা ইয়াসমিন, স্বামী আহসান, সাহাপুর ইউনিয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মজনু, আব্দুর রহমান, মূলাডুলি ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন, সানোয়ার, জ্যোৎস্না, সাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাসুদ রানা সানোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ফিরোজ, তুষার প্রমুখ।

প্রধান অতিথি বলেন,দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষায় প্রধান মন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মানবাধিকার কর্মীদের অধিকার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করণে জোরালোভাবে কাজ করার আহবান জানান।


No comments

Powered by Blogger.