রপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য ২৬ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ উদ্বোধন হবে॥ চু’ড়ান্ত পরীক্ষানীরিক্ষা সম্পন্ন


ক্যাপশন ॥ (১) ঈশ্বরদী লোকোসেড থেকে রুপপুর-পাকশী পর্যন্ত রেলপথের বিভিন্নস্থানে চ’ড়ান্ত পরীক্ষানিরীক্ষা করছেন বাংলাদেশ রেলওয়ে(জিআইবিআর) রুহুল কাদির আজাদ।

টিএ পান্না,  ঈশ্বরদী ॥ বাংলাদেশ সরকার ও রেলওয়ের ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে অল্প সময়ের মধ্যেই ৩’শ ৩৬ কোটি টাকা ব্যায়ে ২৬ কিলোমিটার দীর্ঘ আরও একটি নতুন রেলপথ ও স্টেশনের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন,গভার্মেন্ট ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ রেলওয়ে(জিআইবিআর) রুহুল কাদির আজাদ। নির্মানাধীন রপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা ও মালামাল পরিবহণের জন্য ২৬ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মান কাজ সম্পন্নের পর চ’ড়ান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফি নূর মোহাম্মদ,পাকশী বিভাগীয় প্রকৌশলী/২(দুই) বীরবল মন্ডল,পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম,পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন,পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন,পাকশী বিভাগীয় সংকেত ও টেলিকমিউনিকেশন কর্মকর্তা রাজিব বিল্লাহ্,পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী সুমন ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথ ও স্টেশনটি উদ্বোধনের আগে আজ সোমবার দিনব্যাপি ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনের উত্তর ইয়ার্ড থেকে পাকশী পদ্মানদীর পাদদেশে নির্মিত নতুন স্টেশন পর্যন্ত পরিদর্শন করা হয়।

জিআইবিআর রুহুল কাদির আজাদ আরও বলেন,এই রেলওয়ে পথটি নির্মাণ করা হয়েছে নির্মানাধীন রপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা ও মালামাল পরিবহণের জন্য। খুলনা- মোংলা রেলপথ চালু হলে মোংলা ও চিটাগাং বন্দর থেকে রুপপুর প্রকল্পের জন্য এবং ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার মানুষের জন্য খুবই কার্যকর হবে। শুধু তাই নয়,রুপপুর প্রকল্পসহ হাই অফিসিয়াল এবং প্রকৌশলীদের পরিবহণের জন্য রুপপুর/পাকশী নতুন স্টেশনে সেলুন ট্রেন রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন,২৬ কিলোমিটার রেলপথের মধ্যে ঈশ্বরদী লোকোসেড থেকে পাকশী পর্যন্ত মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের জন্য অনেকগুলি অনেকগুলি লুপলাইন, কালভার্ট সিগনেলিং সিষ্টেম এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজ পরীক্ষানিরীক্ষা করে কোন অনিয়ম পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কাজের মান স্টান্ডার্ড হয়েছে। ঈশ্বরদীসহ নিকটস্থ লোকাবাসীদের পক্ষে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনটির স্টাটিং পয়েন্ট রুপপুর/পাকশী নতুন স্টেশন করার দাবির জবাবে তিনি বলেন, জনগনের দাবি থাকলে এই স্টেশন থেকে প্রতিদিন ১/২ টি করে ট্রেন চালানোর জন্য সুপারিশ করবো । এসময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাসহ সকলেই বিষয়টিকে সমর্থন করেন।#




No comments

Powered by Blogger.