ঈশ্বরদীতে গ্রামীণ ব্যাংকের ৩৩ লাখ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

  


রোভিং করেসপন্ডেন্ট,ঈশ্বরদী  ।। পৃথিবীর বৈশ্বয়িক ঝুঁকি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ  চলতি বছরে এক কোটি  ফলজ  বনজ গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া শাখায় ১৫ হাজার সদস্যের মধ্যে ১৫ হাজার চারা বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে পাবনা জোনাল অফিসের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহমেদ চৌধুরী এই চারা বিতরণ করেন।  সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাএরিয়া ম্যানেজার খোরশেদ আলমদাশুড়িয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল হাসান 

এছাড়াও চলতি বছর গতকাল সোমবার পর্যন্ত গ্রামীণ ব্যাংক পাবনা জোনের  ৬২ শাখা ৩২ লাখ ৭৫ হাজার বনজ  ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে। এছাড়াও ৬২ শাখা আরও  লাখ চারা বিতরণ করা হবে জানান প্রধান অতিথি আসসহাব উদ্দিন আহমেদ চৌধুরী। এরই অংশ হিসেবে গতকাল পর্যন্ত দেশব্যাপি ৩২ লক্ষ ৭৫ হাজার চারা গাছ বিতরণ করা হয়। মঙ্গলবার দাশুড়িয়ার পর ঈশ্বরদী,গোপালপুর,উয়ালিয়া  গড়মাটিসহ বিভিন্ন শাখায় ১৫ হাজার করে চারা বিতরণ করা হয়।#

ক্যাপশন  ।। ফলজ ওবনজ গাছের চারা বিতরণ করেনপাবনা জোনাল অফিসের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যরা।

 

No comments

Powered by Blogger.