শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানানোর লক্ষ্যে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে হোন্ডা শোভাযাত্রা বের করা হয়

 


মামুন ।। পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণরণ সম্পাদক গতকাল বিকেলে ইশতিয়াক আহমেদ সিহাবের নেতৃত্বে দু’শতাধিক হোন্ডা নিয়ে যুক্তিতলা মোড় থেকে শোভা যাত্রা বের করা হয়। সকলে মিলে নৌকার প্রার্থীকে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানানোর লক্ষ্যে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। হোন্ডা  শোভা যাত্রার উদ্বোধন করেন,ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ সিহাবের পিতা ও পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক সমাজকর্মী আবু তারেক।

হোন্ডা শোভা যাত্রাটিতে ছাত্রলীগ পাকশী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল   আলমসহ সকল ওয়ার্ডযু শাখার সভাপতি ও   সম্পাপাদকরা অংশ নেন।  শোভা যাত্রাটি তালতলা মোড় থেকে শুরু করে পাকশী ইউনিয়নের সকল ওয়ার্ড এলাকা পরিদর্শন করা হয়। এ ধরনের হোন্ডা শোভা যাত্রা করায়  এলাকাবাসীর পক্ষ থেকে ইশতিয়াক আহমেদ সিহাবকে অভিনন্দন জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.