বীর মুক্তিযোদ্ধা মৃত আহাদ আলী মেম্বার এর যোগ্য পুত্র মোঃ আখতারুজ্জামান রানার নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার ।। ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা মৃত আহাদ আলী মেম্বার এর যোগ্য পুত্র মোঃ আখতারুজ্জামান রানার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে লক্ষিকুন্ডার দাদাপুরে বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।  আওয়ামীলীগনেতা,সাধারণ সম্পাদক কৃষকলীগ ও লক্ষিকুন্ডা ইউনিয়ন নির্বাচনী সেন্টার কমিটির আহবায়ক আসাদুজ্জামান মল্লিক,জিয়াউল ইসলাম মেম্বর,দাদাপুর 4নং ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি মুল্লুকুর রহমান, সাধারণ সম্পাদক আজমল মালিথা,যুবলীগনেতা সোহাগ মল্লিক,যুবলীগ নেতা মেহেদী হাসান প্রাং,জাহিদুল মন্ডল,রশিদুল মল্লিকসহ অন্যরা অংশ নেন।  পরে এক সমাবেশে আয়োজকরা রানার নেতৃত্বে নৌকাকে বিজয়ী করতে সকলে এক যোগে কাজ করার ঘোষনা দেওয়া হয়

No comments

Powered by Blogger.