পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা নেতৃবৃন্দের

 


  মাহিন ইসলাম,ঈশ্বরদী ॥ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারী গেজেটের সকল ছুটিসহ সাপ্তাহিক দুদিন ছুটি,সকল সরকারী প্রতিষ্ঠানের ন্যায় মাঠ পর্যায়ে সকল কর্মচারী-কর্মকদর্তাদের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কর্মঘন্টা বাস্তবায়নের দাবিসহ বারো দফা বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার দিনব্যাপি পাকশী হাসেম আলী মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/১ আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ নাজিব কায়সার ও পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন আয়োজকদের দাবির সাথে একমত পোষন করে দাবি পুলনের বিভিন্ ব্যখ্যাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। শ্রমিকনেতা মোঃ নাসির উদ্দিন ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রিয় সাংগঠনিক সচিব সাইফুল ইসলাম,বিআরএল িেকন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ,মনিরুল ইসলাম,আবুল কাশেম, পাকশীর সভাপতি রানা হোসেন,রাজশাহীর সম্পাদক মনিরুল ইসলাম, পাকশীর সম্পাদক সোহেল, সুমন আলী,পার্ববর্তীপুরের কার্যকরী সভাপতি মিজানুর রহমান,আবু সাইদ,নাজমুল হোসেন,আব্দুল জলিল, জাকির হোসেনসহ ত্রিশজন নেতা বক্তব্য দেন।

বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন ভাতা ৫০ টাকা বাতিল করে পূর্বের ন্যায় বাধ্যতা মূলক রেশন প্রদান এবং রেলপথে ১৪৪ ধারা জারি বিদ্যমান থাকা সত্বেও রাষ্ট্রীয় যে কোন দূর্যোগ ও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ রক্ষনাবেক্ষণের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা সকল প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণদেরকে ঝুঁকি ভাতা প্রদানসহ বারো দফা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষনা দেন। উল্লেখ্য একই সময় ও দিনে ঢাকা,চট্রগ্রাম,লালমনিরহাট ও পাহাড়তলী বিভাগেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।#

ক্যাপসন ॥ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/১ আব্দুল হানিফ।#


তাং-২৪.০৮.২০২৫

No comments

Powered by Blogger.