পাকশীস্থ জিয়া সৈনিক ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পল্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

 

স্টাফরিপোর্টার,ঈশ্বরদী  সোমবার বাদ যোহর পাকশীস্থ জিয়া সৈনিক ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পল্টুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জিয়া সৈনিকক্লাবেস্মরণসভা  দোয়া মাহফিলের আয়োজন করা হয় ক্লাবের সেক্রেটারী সাজেদুর রহমান সুজনের সভাপতিত্বে বক্তব্য দেন,রেল শ্রমিক দল নেতা অলিভ হোসেন,তৌফিকুর রহমান তরুণ। 

এসময় উপস্থিত ছিলেন,মাহফুজুর রহমান মঞ্জু,শ্যামল হোসেন,তালাশ রহমান,বাচ্চু হোসেন,ডালিম রহমান,রেজাউল করীম রেজা,সাহাবুল আলী,রুবেল হোসেন,ইসরাইল হোসেন  অনলসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা-সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মামুনুর রশিদ পল্টুর স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

No comments

Powered by Blogger.