ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনে কেটে ইমরান নিহত

 

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ।।  শুক্রবার সকালে ঈশ্বরদী বাইপাস হয়ে পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কালিকাপুর নামক স্থানে কাটা  পড়ে ইমরান হোসেন(৩২)   নিহত হয়েছেন। সে রেললাইন পার হওয়ার সময় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঈশ্বরদীর কালিকাপুর নিবাসী মরহুম ইউনুস মন্ডলের একমাত্র ছেলে। এদিকে ইমরানের এই নিহতের সংবাদ পেয়ে ঈশ্বরদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে।#

No comments

Powered by Blogger.