পাবনা-৪ অসনে হাবিবুর রহমানের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

এডভোকেট আব্দুল্লাহ আল শোভন  ,ঈশ্বরদী ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যাপর পর্যন্ত বিএনপিনেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসুচিতে বিএনপিনেতা সেন্টু সরদার,বিষ্ট সরকার, কামাল পারভেজ চাঁদ,পিপ্পুহোসেন,থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার,মতিয়ার রহমান,হিরোক সরদার ও ছাত্রদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ বলেন,আওয়ামীলীগ থেকে আসা সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের পাবনা-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পরিবর্তণ না করা হলো এআসন কোন ভাবেই বিজয়ী হওয়া যাবেনা। দলের মধ্যে গ্রুপিং সৃষ্টিকারীকে মনোনয়ন দিয়ে দলকে ক্ষতির দ্বার প্রান্তে ছুড়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা প্রার্থীতা পরিবর্তন না করলে ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির মারাত্নক ক্ষতি হবে। এর আগে ঈশ্বরদীর জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পোস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।#
তাং-১৭.১১.২০২৫

No comments

Powered by Blogger.