আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া ---বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

 ্এডভোকেট  আব্দুল্লাহ আল শোভন  ,ঈশ্বরদী ।।  আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রকৃত বিএনপি নেতা যার কাছে মানুষ নিরাপদ ও যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তাকে মনোনয়ন দেওয়ার আহবান জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ সোমবার দুপুরে পাকশীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ আকারে দোয়া মাহফিল ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। বিএনপির প্রবীন নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সরদার, হাজি আজি হক,হাজি আকমল হোসেন, একরাম আলী হাজি,আক্তার মল্লিক,ইব্রাহিম হোসেন,আমিরুল ইসলাম, আজিজুর রহমান মেম্বর,কবীর আহমেদ, আব্দুস সালাম রঞ্জু মেম্বর,সাহাবুল আলম,আব্দুল গাফ্ফার,,সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, তারেক আল শিশির, আশিকুর রহমান, আবিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি দলীয় হাই কমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,যারা বিএনপি নেতাদের হত্যার সাথে জড়িত  হতে রক্ত ও অস্ত্র নিয়ে ঘোরে এবং যারা হাট ঘাট,বালু মহল দখল,চাঁদাবাজি,সন্ত্রাসী ও লুটপাটের সাথে জড়িত তাদের বাদ দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে এম প্রকৃত বিএনপির যেকোন নেতাকে মনোনয়ন দেওয়া হউক। তিনি বলেন,আমার সাথে যারা রয়েছেন তারা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মানের কারিগর যাদের হাতে রক্ত ও অস্ত্রের মহরা নেই।

No comments

Powered by Blogger.