সকল মহলে গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির নেতাকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে-- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
এম,রহমান ঈশ্বরদী থেকে ।। সকল মহলে গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির যে কোন নেতাকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
আজ রবিবার সকালে ঈশ্বরদীর আইকে রোডস্থ ধান খোলায় প্রার্থী বদল,মনোনয়নপত্র ক্রয়,দাখিল,ধানের শীষের নির্বাচন এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো বিনির্মানে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করণ এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয় নিয়ে সাত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি সিরাজুল ইসলামের মুখপাত্র ও প্রবীন বিএনপি নেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় বিএনপির প্রবীন নেতাদের মধ্যে আব্দুস সোবহান,অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু,আলহাজ্ব আজি হক,ফজলুর রহমান মাস্টার,মিজানুর রহমান রঞ্জু ফকির, সরোয়ার হোসেন,দুলাল প্রাং,আবুল হোসেন দেওয়ান,আব্দুল লতিফ,রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন,হাজি আব্দুর রশিদ,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মোহাম্মদ আলী কাজল, আব্দুর রাজ্জাক মেম্বর, মোহাম্মদ আলী কাজল,আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস,আক্তার হোসেন মল্লিক,জহুরুল ইসলাম বাচ্চু ফকির,আসাদু হক,ইউসুফ প্রাং,সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ,নজরুল ইসলাম মালিথা,আমিনুল ইসলাম,হাসেম আলী,লিটন মোল্লাহ,রঞ্জু ফকির ও মোস্তফা জামান নয়ন,মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা দৃঢ়চিত্তে ঘোষনা দিয়ে বলেন, যারা আওয়ামীলীগ দিয়ে বিএনপি নেতাদের হত্যা করে,যারা লুটপাট,চাঁদাবাজি,দখল বাজি,অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপির ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে তাদের কোন প্রতিনিধিকে দিয়েই ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও আওয়ামীলীগ থেকে আসা কোন প্রার্থীকে মেনে নিতে পারিনা উল্লেখ করে বক্তারা জোড়ালো ভাবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার দাবি জানান। সভায় উপস্থিত সকল তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের সর্বসম্মিতিক্রমে আগামিকাল সোমবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে মনোনয়ন পত্রক্রয়ের সিদ্ধান্ত গৃহিত হয়।#তাং-২১.১২.২০২৫
No comments