তারেক রহমান দেশের লক্ষ কোটি মানুষের ১৭ বছরের জমে থাকা গ্লানি দুর করবেন বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। মহানবী (সাঃ)    ধর্ম বর্ণ নির্বিশেষ যে রাষ্ট্র কাঠামো গড়েছিলেন তারই আলোকে ৩১ দফার ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে তারেক রহমান  আগামীকালকে দেশে প্রত্যাবর্তন করবেন এবং তিনি তার কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের লক্ষ কোটি মানুষের ১৭ বছরের জমে থাকা গ্লানি দুর করবেন বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। 

গত বুধবার সকালে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী  এলাকা থেকে ট্রেন ও সড়ক পথে আসা বিএনপির সিনিয়র নেতাদের সমন্বয়ে তিনশ ফুটস্থ রাজসিক সংবর্ধনাস্থল পরিদর্শন ও আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় শ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, পাবনা জেলা বিএনপির অন্যতম নেতা   ও সাবেক টচয়ারম্যান সামসুজ্জামান জ্যোতি  ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক রুহুল আমিন বাবলু, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান মাস্টারসহ পাবনা জেলা,ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

### প্রধান অতিথি আরও বলেন,আজকে এই উৎসব মুখোর পরিবেশ আমি একজন মুক্তিযোদ্ধা বলতে চাই,১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম । ১৬ই ডিসেম্বরের  উৎসবের মধ্যে জনতার  যে আবেগ দেখা গেছে আজকে  লাখোকোটি মানুষের মধ্যে সে আবেগ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক  সফল সভাপতি  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবার 

পাবনা,পাকশী,ঈশ্বরদী ও রাজশাহীর মহাসমাবেশের পর এবার ঢাকার তিন’শ ফুটে সভাস্থলে আনন্দ মিছিল,সমাবেশ ও পরিদর্শন করায় পাবনা-৪ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন। পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপিনেতা,কর্মী সমর্থক ও ভালবাসার মানুষদের মধ্যে সাইদুর রহমান,আলহাজ্ব শফিক, আলহাজ্ব আজিজুল হক,আব্দুল মান্নান চেয়ারম্যানসহ অনেকেই সিরাজুল ইসলাম সরদারকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন। #                                                                                                       তাং-২৭/১২/২৫



No comments

Powered by Blogger.