ঈশ্বরদীসহ পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৬ জন
এসএমএম,কামরুজ্জামান, ,বিশেষ প্রতিনিধিিঈশ্বরদী ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনার ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নি কর্মকর্তা এবং জেলার ঈশ্বরদীসহ অন্যান্য উপজেলাস্থ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বী ইচ্ছুক প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন রয়েছে। এর মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাতীয় পার্টির ৩ জন,
গণফোরামের ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, সুপ্রিম পার্টির ১ জন, এবি পার্টির ১ জন, সিপিবির ১ জন, নাগরিক ঐক্যের ১ জন এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এদের মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র বিএনপি), পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র বিএনপি), সাইফুল আজাদ মুল্লিক,বিপ্লব (জাতীয় পার্টি), আনোয়ার শাহ (ইসলামী আন্দোলন), সোহাগ হোসেন (সিপিবি) এবং শাহনাজ হক (নাগরিক ঐক্য)। এদর মধ্যে সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস ও দর্পন সরদার ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। জাকারিয়া পিন্টুর পক্ষে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপি নেতা এসএম,ফজলুর রহমান,আক্কাস আলী,আনোয়ার হোসেন জনি ও হাবিবুর রহমান হাবিবের পক্ষে সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু,মাহবুবুর রহমান পলাশ,জিয়াউল ইসলাম সন্টু,আজমল হোসেন সুজন ও রফিকুল ইসলাম রকি মনোনয়ন পত্র জমাদেন। পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ): ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), ভিপি শামসুর রহমান (বিএনপি), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র-বিএনপি), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), আব্দুল গনি (ইসলামী আন্দোলন) , হাজী ইউনুছ আলী (স্বতন্ত্র-বিএনপি) এবং মাসুদুল হক (স্বতন্ত্র-বিদ্রোহী)। পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ): এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) এবং নাসির উদ্দিন (গণফোরাম)। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর): হাসান জাফির তুহিন (বিএনপি), আলী আছগার (জামায়াত), কে এম আনোয়ার (স্বতন্ত্র-বিএনপি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (সুপ্রিম পার্টি), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার), সরদার আশা পারভেজ (গণফোরাম) এবং আব্দুল খালেক (ইসলামী আন্দোলন) পাবনা-৫ (সদর): ইকবাল হোসাইন (জামায়াত), মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), নাজমুল হো
%20ISHURDI----29.12.2025.jpeg)
%20ISHURDI----29.12.2025.jpeg)
%20ISHURDI----29.12.2025.jpeg)
No comments