মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন ---বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
টিএ পান্না,ঈশ্বরদী ।। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা আদর্শিক বিএনপিকে আরও উজ্জীবিত করে কোটি কোটি মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ রবিবার বিকেলে(১১.০১.২০২৬) পাকশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে আমতলা কেন্দ্রিয় শহীদ মিনার মাঠে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা,স্মরণসভা ও দোয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যাক্ত করেন।পাকশী ইউপির সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা জাকিউল ইসলামের সভাপতিত্বে ও কবীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির প্রবীননেতা আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সহসভাপতি আবুতালেব ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল,সহসংগঠনিক সম্পাদক এডভোকেট এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,রওশনআরা বেবী,পলি বেগম,বিএনপিনেতা আক্তার মল্লিক, ,মোহাম্মদ আলী কাজল,রঞ্জু আহমেদ, হাসেম আলী মেম্বর,রঞ্জু মেম্বর,হিরোক সরদার, মোস্তাফিজুর রহমান নয়ন, আলহাজ্ব আকমল হোসেন,আলহাজ্ব আজি হক,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী ,ডপুটি কমান্ডার রফিকুল ইসলাম, রেল শ্রমিক দল নেতা সোহেল রানা,খন্দকার সোহেল,সুমন হোসেন,অলিভ ইসলাম,যুবদল নেতা শিশির আহমেদ,মঞ্জু হোসেন,ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস,নয়ন ইসলাম ও শফিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের বিএনপির পরিপূর্ণতা দানকারী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু যদি পাঁচ আগস্টের আগে হতো তাহলে তাঁর দাফন যে কোথায় হতো সেটা কেবল আল্লাহ বলতে পারবেন। দেশ ও দেশের প্রতি ভালবাসা ও ত্যাগসহ নানা কারণেই বেগম খালেদা জিয়া যে সার্বজনিন নেতা ছিলেন,তার তাঁর শেস বিদায়ের জানাজা অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে।তাং-১১.০১.২০২৬
No comments