যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই---রুপপুরে জাহিদুর রহমান পাতা

   

বকুল হোসেন ।। যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাকশী ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক জাহিদুর রহমান পাতা। গতকাল সন্ধ্যায়ঈশ্বরদীর রুপপুর পদ্মা তরঙ্গ মাঠ সংলগ্নস্থানে রুপপুর যুবক্রীড়া সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রুপপুর যুবক্রীড়া সংঘের সভাপতি মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তামিম তাহমিদ মাশফিক। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াররা উপস্থিত ছিলেন। পরে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তলে দেওয়া হয়। এ খেলার আয়োজন করায় এলাকার ক্রীড়ামোদি খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।#
তাং-০৭.০১.২০২৬

No comments

Powered by Blogger.