ঈশ্বরদীতে ইংরেজী ২০২০ সাল কে বিদায় ও ২০২১ সাল কে বরণ করতে বিভিন্ন অনুষ্ঠান

 



স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী ২০২০ সাল কে বিদায় দিয়ে ২০২১ সাল কে বরণ করতে  ঈশ্বরদীর বিভিন্ন অফিস,প্রতিষ্ঠান ও এলাকায় আলোক সজ্জা,আতশবাজী ও পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই কারণে বৃহস্পতিবার রাতে শহরের শেরশাহ রোডের হান্নানানের মোড় এলাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল গল্পবলা,কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ উল্লেখযোগ্য । এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আবেদীন এবং বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আয়োজক ও  ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাড.হেদায়েত-উল হক । 




সুর ও বাণীর পক্ষ থেকে আযোজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন,তসিবুল হক বিশ্বাস রিপন, আশরাফুল আবেদীন,তানিয়া ফেরদৌসসহ অন্যরা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশু দর্শকরা অংশ নেন।


No comments

Powered by Blogger.