ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকস্মিক অভিযান ।। মানুষ বাজারসহ সকলস্থানে স্বাভাবিকভাবে চলাচল করছেন

 

স্টাফ রিপোর্টা


র,॥ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকস্মিক অভিযান চালিয়ে ঈশ্বরদী বাজারের আকবরের মোড়ের শিশির ফার্মেসী, কলেজ রোডের মোল্লা ফার্মেসী ও আজিজ ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাাবলেট, ইজিয়াম ট্যাবলেট, ইজিয়াম ইঞ্জেকশন, ব্রোমাজিপাম ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার করে। একই সাথে ঐসব ফার্মেসীর স্বত্বাধিকারী আহাদ আলী, আমিনুল ইসলাম মোল্লা ও শামীম আহম্মেদ জুয়েলকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে জেল ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ^রদীর পরিদর্শক সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের সিডিউলভূক্ত ওষুধের বাইরে লাইসেন্স ব্যতিরেকে এসব ওষুধ মাদকসেবীদের কাছে নেশাদ্রব্য হিসেবে বিক্রির অভিযোগ ছিল। মাত্র ৫ টাকা দামের ট্যাপেন্টা ডল ট্যাবলেট মাদকসেবীদের কাছে ৩০-৩৫ টাকায় বিক্রি করা হতো।#


মানুষ বাজারসহ সকলস্থানে স্বাভাবিকভাবে চলাচল করছেন

স্টাফ রিপোর্টার, ।। করোনা থেকে দেশবাসীকে বাঁচাতে অব্যাহত ভাবে লকডাউন চলাকালেও ঈশ^রদীর মানুষ বাজারসহ সকলস্থানে স্বাভাবিকভাবে চলাচল করছেন। বেশরিভাগ মানুষ লকডাউনের নির্দেশনাকে অমান্য করে সকল ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তার উপর তারা দৈনন্দিন কাজে নিয়মিত ব্যবহার করছেন প্রাইভেটকার,অটো,সিএনজি ও হোন্ডাসহ নানা প্রকার যানবাহন। এতে প্রতিদিন শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হয়ে রোজাদার ঈশ^রদীবাসীদের ভোগান্তি ও স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে । এসব সমস্যা থেকে ঈশ^রদীবাসীদের রক্ষার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাঁড়াসি অভিযান ও চেকিং প্রগ্রাম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সার্জেন্ট মোঃ আবু হাসান ও সার্জেন্ট মোঃ আহসান হাবীব শহরের বাজার রোডের রেলগেট ও ফকিরের বটতলায় চেকপোস্ট বসিয়ে সাঁড়াসি অভিযান পরিচালনা করেন। এতে হেলমেট বিহীন হোন্ডা চালক,অবৈধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে হোন্ডার উপর চার শতাধিক মামলা ও জরিমানা আদায় এবং ডিজিটাল আইনে ১৬০ টি ও এনালগে ২০০টিরও বেশী মামলা করা হয়েছে। এদিকে চলমান রোজা ও লকডাউনের মধ্যে অসহনীয় যানজট দূরীকরণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতেট্রাফিক পুলিশের এ কর্মকান্ডকে ঈশ^রদীবাসী সাধুবাদ জানিয়েছেন।#


No comments

Powered by Blogger.