ঈশ্বরদী থানার অফিসার ইনচাজৃ আসাদুজ্জামান জানান,বাড়ির বাইরে কোন ব্যক্তিকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা

 


স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে ও স্বাস্থ্য বিধি রক্ষা নিশ্চিত কল্পে  ঈশ্বরদী থানা পুলিশ নতুন করে অভিযান শুরু করেছে। বুধবার সকাল থেকে থানা পুলিশ ঈশ্বরদী-পাবনা রোডের থানার সামনে,পোস্ট অফিস মোড়,কলেজ রোডসহ বিভিন্ন স্থানে এই অভিযান শুরু করেন। থানা পুলিশ বাড়ির বাইরে মাস্ক বিহীন যে কোন ব্যক্তিকে পেলেই আটক করছে। অভিযান চলাকালে থানা পুলিশ মাস্ক বিহীন প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে প্রায় দু’ঘন্টা সময় বসিয়ে রেখে মাস্ক পড়িয়ে দেয়। একই সাথে বাড়ির বাইরে মাস্ক পড়ার অঙ্গিকার করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আটককৃতদের থানায় নিয়ে বসিয়ে রেখে মাস্ক ব্যবহার নিশ্চিত কল্পে অঙ্গিকারাবদ্ধ করানোর পর ছেড়ে দেওয়া হচ্ছে । এ ই অভিযানের বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচাজৃ আসাদুজ্জামান জানান,বাড়ির বাইরে কোন ব্যক্তিকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।#

No comments

Powered by Blogger.