রেল শ্রমিক দলের সেক্রেটারী ও ডিটিওর স্টাফ আক্তারুজ্জামান মিন্টুর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥ পাকশী রেল শ্রমিক দলের সেক্রেটারী ও রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তার কার্যালয়ের স্টাফ আক্তারুজ্জামান মিন্ট(৫৭) বৃহস্পতিবার বেলা এগারোটায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিাহি----রাজিউন)। দীর্ঘদিন তিনি শাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে,আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্এপতিবার বাদএশা বাঘ্কইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাঘইল কেন্দ্রিয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। আক্তারুজ্জামান মিন্টুর মৃত্যুতে পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।#
No comments