প্রধানমন্ত্রীর পক্ষে পাবনা জেলা প্রশাসক ভূমিহীন পরিবারের মাঝে ৫০টি ঘর বিতরণ

  



ক্যাপশন ॥ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়

ঈশ্বরদী প্রতিনিধি  ॥ মুজিববর্ষ উপলক্ষে রবিবার সকালে ঈশ্বরদীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণের উদ্বোধনের পর সুবিধাভোগীদের জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি বুঝিয়ে দেন। ঈশ্বরদী উপজেলা কনফারেন্স রুমে অয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েসের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আক্তার, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি প্রমুখ। এ সময় ঈশ্বরদী উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঈশ্বরদীতে ভূমিসহ ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে মুলাডুলি ইউনিয়নে ২২টি, সাঁড়া ইউনিয়নে ১১টি, দাশুড়িয়া ইউনিয়নে ৩টি, পৌর সভায় ১৪টি পরিবারকে জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।#


No comments

Powered by Blogger.