মুজিব বর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের মধ্যে

  



ক্যাপশন ॥ ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার হিসেবে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নার সভাপতিত্বে ক্লাবের সহসভাপতি এ্যাড.হেদায়েত-উল-হক,বিপুল জোয়ার্দার,আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,প্রভাষক নজরুল ইসলাম মুকুল,মামুনুর রহমান ও হাফিজুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে ইমরুল কায়েস বলেন,করোনার ভয়াবহতা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।মানুষের সচেতনতার অভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে ,যেমনটি রাজশাহীতে ছড়িয়েছে।

 তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে কোনভাবেই করোনা প্রতিরোধ করা সমভব হবেনা। পরে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বিশিষ্ট গীতিকার,সুরকার ও কন্ঠ শিল্পী আশরাফুল আবেদীনের রেকর্ডককৃত গান পরিবেশন করা হয়।#


No comments

Powered by Blogger.