শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে পাঁচ’শ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন
আমাদের সংবাদদাতা,ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে থানা কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন গাছের চারা রোপনের মাধ্যমে ঈশ^রদীতে শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম দিনের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,ওসি আসাদুজ্জামান ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে এ কর্মসুচির উদ্বোধন করেন । এসময় ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলামসহ অন্য অফিসারসহ পুলিশ সদস্য এবং অনলাইন লাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান,ঈশ্বরদীর সকল পুলিশ ফাঁড়িতে পর্যায়ক্রমে ৫’শ গাছের চারা রোপন করা হবে।#
ক্যাপশন ॥ ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে থানা কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন গাছের চারা রোপন করে কর্মসুচির উদ্বোধন করা হয় ।
No comments