ঈশ্বরদীর ভূয়া প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা গ্রেফতার

  



স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ॥ বৃহস্পতিবার বিকেলে ঈশ^রদী বাজারের একটি তৃতীয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ে অবস্থিত ফাবিয়া এন্টার প্রাইজ নামের একটি ভূঁয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও উত্তর বাঘইলের নুরুল ইসলামের ছেলে হাফিজুর ইসলাম,নাটোরের দিলালপুরের রফিকুল ইসলামের ছেলে ও প্রতিষ্ঠানের জিএম,রফিকুল ইসলাম ও সাঁড়া ঝাুদিয়ার দেলদার প্রামানিকের ছেলে ও স্টাফ নজরুল ইসলাম । দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার,রবি ও এয়ারটেল কোম্পানীতে বিভিন্ন পদে চাকরী দেওয়ার নামে টাকা নিয়ে চাকরী প্রার্থীদের সাথে প্রতারনা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মাসুদ আলম সাংবাদিকদের জানান,বেশ কয়েকদিন থেকে ফেসবুক মাধ্যমে ফাবিয়া এন্টার প্রাইজের চাকরী দেওয়ার নামে প্রতারনার বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়েছে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ঈশ^রদী সার্কেল ফিরোজ কবীর,ওসি আসাদুজ্জামান,সদর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম,ওসি তদন্ত হাদিউল ইসলাম ও ডিবির সদস্যরা অংশ নেন।#



ক্যাপশন ॥ ফাবিয়া এন্টার প্রাইজ নামের ভূঁয়া প্রতিষ্ঠান থেকে গেফতারকৃতদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে।


No comments

Powered by Blogger.