ঈশ্বরদী শহরের দু’টি বাড়ি পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

  

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী শহরের মাহাতাব কলোনীতে অগ্নিকান্ডে দু’টি বসত বাড়ি পুড়ে গেছে। দু’ই বাড়িরর সাত ঘর,আসবাবপত্র,ফ্রিজ,টিভি ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোররাতে মাহাতাব কলোনীর ইমরান হোসেনের বাড়ির ছাগলের ঘরের মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়।

প্রতিবেশীরা জানান,রাত তিনটায় ইমরানের ছাগলের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায় আগুনের উত্তাপে ইমরানের রান্না ঘরে থাকা গ্যাসের সিলিন্ডা বিস্ফোরনে দ্রুত আগুন পাশের হরমুজ আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা এসে প্রায় ঘন্টাকাল চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।কিন্তু তততক্ষনে এই দুই বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। #

No comments

Powered by Blogger.