ঈশ্বরদীতে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীতে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস। এসময় ইউএনও পিএম,ইমরুল কায়েস,ঈশ্বরদী খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা মাহফুজ আল আসাদ,মুলাডুলি খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা বিকাশ রায়,চাউল কল মালিক গ্রুপ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুর রহমামান মালিথা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,চাল কলি মালিক গ্রুপ ঈশ্বরদীর সভাপতি জুলমত হায়দার, মিল মালিক বাবলু মল্লিক ও চালকল মালিক গ্রুপ ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ঈশ্বরদী খাদ্য গুদাম ও মুলাডুলি খাদ্য গুদামের অনুকুলে মোট চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ হাজার ৬’শ ২ মেঃ টন এবং ৩”৭৯ মেঃটন ধান সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়েছে। অদ্য ১৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঈশ্বরদীর চুক্তিবদ্ধ চাল কল মালিকরা বরাদ্দকৃত পরিমাণ চাল দু’টি খাদ্য গুদমে বিক্রি করতে পারবে।#
ক্যাপশন ॥ ফিতা কাটার পর বিশেষ মোনাজাতের মাধ্যমে ঈশ্বরদী দু’খাদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
No comments