পাকশী পদ্মা নদীর দু’সেতুর মাঝে ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যায় হাজারো স্রোতারভীড়

  


ক্যাপশন ॥ দু’সেতুর মাঝে হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট ও লালনশাহ কফি হাউজের সামনে আয়োজিত ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ গ্রহনকারী স্রোতাদের একাংশ।


স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর


পাকশী পদ্মা নদীর উপর দন্ডায়মান হার্ডিঞ্জ সেতু ও লালন শাহ সেতুর মাঝে ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।    বিশ্বমানের  স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট ও লালনশাহ কফি হাউজের পক্ষ থেকে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। 

হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট ও লালনশাহ কফি হাউজের স্বত্বাধিকারী মুক্তার হোসেন মুক্তি,সিনিয়র সাংবাদিক এসএম রাজা ও এসআই মোত্তালেবের বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান মন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের কন্ঠে দেশাত্ববোধক,আধুনিক,ফোক ও লালন সঙ্গীত পরিবেশন করা হয়। হার্ডিঞ্জ সেতু ও লালন শাহ সেতুর মাঝে ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত অনারম্বর পরিবেশে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন ঈশ্বরদী,পাকশী ও কুষ্টিয়া জেলার কয়েক হাজার সঙ্গীত পিয়াসু দর্শক।#

ক্যাপশন  ॥ দু’সেতুর মাঝে হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট ও লালনশাহ কফি হাউজের সামনে ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।


No comments

Powered by Blogger.