বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেশ মাতৃকা রক্ষায় রনাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের অবদান ভোলা যাবেনা--- বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস,এমপি




 মামুনুর রহমান ।। ঈশ্বরদীর দরিনারিচা গ্রামের  বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াতসূর্য প্রামাণিকের জামাই পিয়ারি মহলের স্বত্বাধিকারী ও আলহাজ্ব টেক্সটাইল মিলের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার গত বুধবার সকাল এগারোটায় ঈশ্বরদী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি---রাজিউন। দীর্ঘদিন তিনি শ্বসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।বাদ আসর কাচারী পাড়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅব অনার ও জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ,তিন ছেলে, নাতিনাতনিআত্মীয়-স্বজন  শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের জানাজায় পাবনা-4 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি টিএম,রাহসীন কবীর,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ও বীর মুক্তিযোদ্ধা পান্নাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ শোভা কাঙ্খিরা উপস্থিত ছিলেন। এ সময় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, দুঃখ ভারাকান্ত কন্ঠে স্মৃতি চারণ করে বলেন,একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। একই সেক্টরে যুদ্ধ করেছি। আব্দুস সাত্তার একজন ভাল মানুষ ছিল। সে দেশ মাতৃকা রক্ষায় রনাঙ্গনের সাথী হিসেব যুদ্ধ করেছে। কোন ভাবেই তাকে এবং তার ত্যাগকে ভোলা যাবেনা। তিনি মরহুম আব্দুস সাত্তারের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি এড.হেদায়েত-উল হক,সহসভাপতি আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক সহসভাপতি বিপুল জোয়ার্দার,এএ আজাদ হান্নান,সহসাধারণ সম্পাদক মামুনুর রহমান ও কোষাধ্যক্ষ বায়েঢজিদ বোস্তামী গভীর শোক প্রকাশ করেছেন।#

 

No comments

Powered by Blogger.