বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউটে দু’দিনব্যাপি গবেষনা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন

 


ক্যাপশন ॥ পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাস  প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

স্টাফ রিপোর্টার,   ঈশ্বরদী  ॥ শনিবার সকালে বিএসআরআইএর এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউট(বিএসআরআই) ঈশ্বরদী তে দু’দিনব্যাপি গবেষনা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাস  প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিএসআরআই এর মহাপরিচালক ড.আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন,কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস,ক্রপস উইং ডিএই জাহিদুল আমিন,বিএসএফআইসির পরিচালক আশরাফ আলী,সিএসও ড.মো: শামসুর রহমান ও প্রশিক্ষণ ও হস্তান্তর বিভাগের প্রধান হাসিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করে বলেন, এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাস  বলেন, দেশের স্বার্থে চাষীদের আখ চাষের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করা যাবেনা। 


মিল এলাকায় ইক্ষু চাষ বিষয়ক প্রযুক্তি বিস্তারের সমস্যা,সম্ভাবনা এবং প্রণিতব্য অগ্রাধিকার গবেষনা কার্যক্রম উপস্থাপন বিষয়ে আলোচনা করা হয়। দেশের বিভিন্ন চিনিমিলের জিএম কৃষি,অন্যান্য কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে অতিথিরা বিএসআরআই খামার ও গবেষণা মাঠ এবং মিউজিয়াম পরিদর্শণ করেন। আগামিকাল রবিবার সকাল থেকে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করা হবে। এর মধ্যে বিএসএফ আইসির পরিচালক আশরাফ আলী শেসন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং র‌্যাপোটিয়ার হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন পিএসও ড.মো: আনিসুর রহমান,পিএসও ড.মো: নূর আলমসহ সাতজন কর্মকর্তা। ড্রাফ্ট রিকমেনডেশন কমিটি গঠণ করার পর প্রজনন বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন,সিএসও ড.মো: আনিসুর রহমান। বায়োটেকনোলোজী বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন,সিএস,ও ড. কুয়াশা মাহমুদ। এছাড়াও শরীরতত্ব ও চিনি রসায়ন বিভাগ,কৃষিত্ব ও ফার্মিং সিষ্টেম, মৃত্তিকা ও পুষ্টি,রোগ তত্ব ও কীট তত্ব বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন স্বস্ব বিভাগের প্রধানগণ।#


No comments

Powered by Blogger.